প্রথম দিনে অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়ে চোখ ক্লাবগুলোর

বাংলাদেশ জাতীয় দলের সবাই ব্যস্ত জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে। তাদের ছাড়াই প্রথম দিনে স্বাভাবিকভাবেই ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলে খুব একটা উত্তাপ ছড়ায়নি। যা একটু আলোচনা ওই বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের দিকেই। আর ক্লাবগুলোর নজরও ছিল তাদের দিকেই। প্রথম দিনে দল পেয়েছেন বিশ্বকাপ জয়ী পাঁচ তরুণ।

বাংলাদেশ জাতীয় দলের সবাই ব্যস্ত জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে। তাদের ছাড়াই প্রথম দিনে স্বাভাবিকভাবেই ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলে খুব একটা উত্তাপ ছড়ায়নি। যা একটু আলোচনা ওই বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের দিকেই। আর ক্লাবগুলোর নজরও ছিল তাদের দিকেই। প্রথম দিনে দল পেয়েছেন বিশ্বকাপ জয়ী পাঁচ তরুণ।

বিশ্বকাপ জয়ী তরুণদের মধ্যে পেসার তানজিম হাসান সাকিবকে দলে নেয় সবার আগে দলবদল করতে আসা গত দুইবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ওপেনিং ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনকে দলে নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাঁহাতি স্পিনার রাকিবুল ইসলামকে দলে নিয়েছে ওল্ডডিএইচএস স্পোর্টিং ক্লাব।

এছাড়া অনূর্ধ্ব-১০ দলের খেলোয়াড়দের মধ্যে দল পেয়েছেন পেসার শরিফুল ইসলাম ও শামিম হোসেন পাটোয়ারি। শরিফুল খেলবেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। আর প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব দলে নিয়েছে অলরাউন্ডার শামিমকে।

ক্রিকেটারদের আন্দোলনের মুখে আবার ঢাকা লিগে ফেরা উন্মুক্ত দলবদলে মঙ্গলবার অংশ নিয়েছে সাতটি ক্লাব। মোট ৫৪ জন ক্রিকেটার অংশ নিয়েছেন। প্রথম দিনে সবচেয়ে বেশি খেলোয়াড় টেনেছে মোহামেডান।

এবার বেশ শক্তিশালী দলই গড়তে যাচ্ছে আবাহনী। জাতীয় দলের অনেক খেলোয়াড়কেই নিশ্চিত করেছে তারা। তবে প্রথম দিনে বিশ্বকাপজয়ী পেসার সাকিব ছাড়া আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, মেহেদী হাসান রানা ও শহিদুল ইসলামকে টেনেছে টানা দুইবারের চ্যাম্পিয়নরা। এর আগে প্রথম বিভাগে খেলা রাকিবুল ইসলাম রাজাকে টেনেছে দলটি।

কামরুল ইসলাম রাব্বি, রনি তালুকদার, রাকিবুল হাসান, নাজমুল ইসলাম অপুসহ ৯ ক্রিকেটার নাম লিখিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। প্রথম দিনে রাকিবুলকে ছাড়া আর কোন খেলোয়াড়কে টানেনি ওল্ডডিএইচএস।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মোহামেডান ছেড়ে নাম লিখিয়েছেন শেথ জামাল স্পোটিং ক্লাবে। তার সঙ্গী হিসেবে এ দলে এদিন মা লিখিয়েছেন সোহরাওয়র্দী শুভ, আব্দুল হালিম ও সৈকত আলীও।

দিনের শেষে আসে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। যুব দলের ইমনসহ তাসকিন আহমেদ, শামসুর রহমান শুভ, আব্দুর রাজ্জাক, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহীদের নিয়ে ভালো মানের দল গড়েছে সাদা কালো শিবির।

আগামী ৫ মার্চ সিলেটে দল-বদল প্রক্রিয়ায় অংশ নেবে জাতীয় দলের ক্রিকেটাররা। তবে মিরপুরে আরও দুইদিন চলবে দল বদলের কাজ। আগামী ১৫ মার্চ শুরু হবে ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই আসরটি। প্রথম তিন রাউন্ড হওয়ার কথা রয়েছে কক্সবাজার ও চট্টগ্রামে।

দল-বদলের প্রথম দিনে ক্লাবগুলো অবস্থা:

আবাহনী লিমিটেড: তানজিম হাসান সাকিব, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল ইসলাম রাজা, আরাফাত সানি, মেহেদী হাসান রানা ও শহিদুল ইসলাম।

ওল্ডডিএইচএস স্পোর্টিং ক্লাব: রাকিবুল ইসলাম।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: রনি তালুকদার, নাজমুল ইসলাম অপু, রকিবুল হাসান, অমিত মজুমদার, শরিফুল ইসলাম, দেলোয়ার হোসেন, কাজী কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি মৃধা ও আলী মোহাম্মদ ওয়ালিদ।

প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব: রায়হার উদ্দিন, জয়রাজ শেখ ইমন, শরিফউল্লাহ, শামীম হোসেন ও শফিকুল ইসলাম।

শেখ জামাল স্পোর্টিং ক্লাব: মোহাম্মদ আশরাফুল, সোহরাওয়ার্দী শুভ, আব্দুল হালিম ও সৈকত আলী।

পারটেক্স স্পোর্টিং ক্লাব: রনি হোসেন, শরিফুল ইসলাম, আব্বাস মূসা আলভি, মহিউদ্দিন বেলাল, হাসানুজ্জামান, মোসাদ্দেক ইফতেখার, রাজিবুল ইসলাম, সাহবাজ চৌহান, জনি তালুকদার, নাজমুল হোসেন মিলন, তাসামুল হক ও সাইফুল হায়াত হৃদয়।

খেলাঘর সমাজ কল্যান সমিতি: ইমতিয়াজ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নূর আলম সাদ্দাম ও সালমান হোসেন ইমন।

মোহামেডান স্পোটিং ক্লাব: তাসকিন আহমেদ, আসিফ হোসেন মিতুল, শাকিল হোসেন, মাহমুদুল হাসান লিমন, শামসুর রহমান শুভ, শুভাগত হোম, আব্দুর রাজ্জাক, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, টিপু সুলতান, রনি চৌধুরী ও জহিরুল ইসলাম অমি।

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

14h ago