দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আহত ৩
চট্টগ্রামের ষোলশহরের ফরেস্ট গেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন এবং একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুজন পুলিশ কর্মকর্তা এবং একজন লোকো মাস্টার আহত হয়েছেন।
রেলওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর আতিয়ার রহমান বলেন, আজ বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা শাটল ট্রেনের সঙ্গে চট্টগ্রাম শহর থেকে দোহাজারির দিকে যেতে থাকা একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় আহতরা হলেন মিজানুর রহমান (২৪), মোহাম্মদ শরীফ (২৩) এবং মালবাহী ট্রেনটির লোকো মাস্টার আব্দুল হেল বাকী (৫৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আতিয়ার রহমান আরও জানিয়েছেন, দুর্ঘটনায় মালবাহী ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
Comments