বিয়ের পরের পরিবর্তনটা বুঝতে শুরু করেছেন সৌম্য

soumya sarkar
ছবি: রামিন তালুকদার

বাংলাদেশ জাতীয় দল যখন পাকিস্তান সফর ও জিম্বাবুয়ে সিরিজ নিয়ে ব্যস্ত, সৌম্য সরকার তখন বসেন বিয়ের পিঁড়িতে। জীবনের নতুন ইনিংস শুরু করলে স্বাভাবিকভাবেই কিছু পরিবর্তন আসে। সৌম্যরও এসেছে। তবে এখনও তা ঠিকভাবে ধরতে পারেননি। আরও কিছুদিন পার হলে বুঝতে পারবেন বলে জানান এ তারকা ক্রিকেটার। আপাতত তার মনোযোগ ঢাকা প্রিমিয়ার লিগে।

সৌম্যর জাতীয় দলের সতীর্থরা বর্তমানে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলছেন। বিপরীতে লম্বা ছুটি কাটাচ্ছেন তিনি। তবে ‘হানিমুন’ পিরিয়ড শেষ হতে চলেছে তার। ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে আবার মাঠে ফিরছেন বাঁহাতি ওপেনার। বুধবার (৪ মার্চ) সারলেন দলবদলে। এরপর সাংবাদিকদের সামনে পড়লে স্বাভাবিকভাবেই জানতে চাওয়া হয়, নতুন ইনিংস শুরু করায় কোনো পরিবর্তন লক্ষ্য করছেন কি-না।

সৌম্যর উত্তর, ‘আসল এখনও ওই রকম সময় পাইনি এটা নিয়ে চিন্তা করার। বিয়ের পরপরই মাঠে চলে আসা। অবশ্যই কিছু পরিবর্তন তো আছেই। একটু তো মনে হবেই। আগে যেমন একটা ব্যাপার ছিল যে, যখন চাইতাম, চলে আসতে পারতাম। একটু আগে চলে আসতে পারতাম। এখন মনে হয়, না, একটা দায়িত্ব বেড়েছে। এখন এই দায়িত্বটা পাশাপাশি চালিয়ে নেওয়ার চেষ্টা করব।’

বিয়ে প্রসঙ্গ মূলত উঠে আসে লিটন কুমার দাসের কারণে। ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব নিয়ে বেশ সমালোচনা ছিল তাকে ঘিরে। কিন্তু সাম্প্রতিক সময়ে তার খেলায় এসেছে পরিবর্তন। ব্যাটিংও করেন বেশ দায়িত্ব নিয়ে। শট নির্বাচনেও হয়েছেন সতর্ক। এসব পরিবর্তনের পেছনে বিয়ের পরের নতুন জীবনের কথা উল্লেখ করেছিলেন লিটন।

সৌম্যকেও মনে করিয়ে দেওয়া হলো সে কথা। কারণ লিটনের মতো ওই একই বদনাম যে আছে তারও। লাজুক হাসি দিয়ে সৌম্য জানালেন, ‘মাত্র তো দুই চার দিন হলো, এর মধ্যে সময় যাক, তারপর বলতে পারব।’

হালকা চালে আলাপের ফাঁকে প্রিমিয়ার লিগে নিজের নতুন ক্লাব নিয়ে প্রত্যাশার কথাও জানিয়ে গেলেন এ তিনি, ‘গাজি ট্যাঙ্কে (গাজি গ্রুপ ক্রিকেটার্স) এ বছর খেলব। আশা করি, যে ধরনের দল হয়েছে… রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ), সৌরভ ভাই (মুমিনুল হক), আকবর (আলী)… আরও সবাই আছে, আরিফ ভাইদের (আরিফুল হক) মতো খেলোয়াড় আছে। সবাই যদি নিজেদের সেরাটা দিতে পারে, তাহলে আমার মনে হয়, প্রিমিয়ার লিগটা খুব ভালো করা সম্ভব আমাদের। আমরাও চেষ্টা করব, সবাই সবার সেরাটা দেওয়ার জন্য। টিম ম্যানেজমেন্ট যেমনটা আশা করে, সবাই চেষ্টা করব সেটা পূরণ করতে।’

Comments

The Daily Star  | English

IMF loan tranches: Agreement with IMF at last

The government has reached a staff-level agreement with the International Monetary Fund for the fourth and fifth tranche of the $4.7 billion loan programme, putting to bed months of uncertainty over their disbursement.

9h ago