পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পিরোজপুরের বিচারক বদলি: আইনমন্ত্রী

পিরোজপুর জেলা ও দায়রা জজ আবদুল মান্নানের বদলির সিদ্ধান্ত সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ নেতা এ কে এম এ আউয়াল ও তার স্ত্রীর জামিন নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিচারককে বদলি করা হয়েছে।
তিনি বলেন, ‘আদালতে এ কে এম এ আউয়ালের জামিন চাইতে গেলে বিচারক আবদুল মান্নান আউয়ালের আইনজীবী ও পিরোজপুর আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে অত্যন্ত উদ্ধত ও রূঢ় আচরণ করেন। পরে, বারের আইনজীবীরা আদালত বর্জনের সিদ্ধান্ত নেন এবং লোকজন রাস্তায় নামে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিচারককে প্রত্যাহার করা হয়।’
আইনমন্ত্রী আজ সচিবালয়ে তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কোনো আসামির জামিন আবেদন খারিজ করা আদালতের এখতিয়ার।
‘তবে, যদি আদালতের আচরণে এমন পরিস্থিতি তৈরি হয় যখন আইনের শাসন নিয়ে প্রশ্ন ওঠে, তখন আমাদেরকেই একটা কিছু করতে হয়। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আইনের শাসনের কোনোভাবেই ব্যত্যয় ঘটেনি।’
Comments