করোনাভাইরাস ঠেকাতে ‘গোমূত্র চক্র’

করোনাভাইরাস ঠেকাতে চা চক্রের মতো ভারতে গোমূত্র চক্রের আয়োজন করা হবে বলে জানিয়েছেন হিন্দু মহাসভার প্রধান চক্রপাণি মহারাজ।
প্রতীকী ছবি। (সংগৃহীত)

করোনাভাইরাস ঠেকাতে চা চক্রের মতো ভারতে গোমূত্র চক্রের আয়োজন করা হবে বলে জানিয়েছেন হিন্দু মহাসভার প্রধান চক্রপাণি মহারাজ।

আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮।

চক্রপাণি মহারাজ বলেছেন, প্রাথমিকভাবে দিল্লিতে হিন্দু মহাসভার প্রধান দপ্তরে এই আয়োজন করা হবে৷ পরবর্তী সময়ে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গোশালার সঙ্গে যৌথভাবে এই গোমূত্র চক্রের আয়োজন করা হবে। এখান থেকে সাধারণ মানুষকে বোঝানো হবে করোনাভাইরাস কী এবং কীভাবে গোজাত পণ্য এই রোগ ঠেকাতে পারবে।

তিনি আরও বলেন, গোমূত্র চক্রগুলোতে আলাদা কাউন্টার থাকবে৷ যেখান থেকে গোমূত্র দেওয়া হবে৷ কাউন্টার থেকে গ্লাসে গোমূত্র ঢেলে দেওয়া হবে, অংশগ্রহণকারীরা তা পান করবেন৷ এখানে অন্য গো-জাত দ্রব্যও পাওয়া যাবে৷ যেমন, ঘুঁটে ও গোবরের তৈরি ধূপকাঠি৷

তার মতে, এসব ব্যবহার করলেই করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে৷

এর আগে চক্রপাণি বলেছিলেন, করোনা আসলে অবতার। তিনি আমিষভোজীদের শাস্তি দিতে পৃথিবীতে এসেছেন।

এ ছাড়া, আসাম বিধানসভায় বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া বলেছিলেন, ‘গোমূত্র ও গোবর করোনাভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারে।’

Comments