শিশু সায়মা হত্যা মামলার রায় ৯ মার্চ

রাজধানীর ওয়ারীতে স্কুলশিক্ষার্থী সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ৯ মার্চ দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত।
court.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর ওয়ারীতে স্কুলশিক্ষার্থী সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ৯ মার্চ দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১’র বিচারক কাজী আব্দুল হান্নান রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।

শুনানিকালে মামলার আসামি হারুন অর রশিদকে আদালতে হাজির করা হয়। মামলার ১৭ সাক্ষীর মধ্যে আজ ১৪ জনের জবানবন্দি নেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ জুলাই রাজধানীর ওয়ারীতে নার্সারির শিক্ষার্থী সামিয়াকে (৬) একটি নির্মাণাধীন আটতলা ভবনের ছাদের ফাঁকা ফ্ল্যাটে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন আসামি হারুন অর রশিদ। ঘটনার পরদিন সামিয়ার বাবা আব্দুস সালাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পরে ৭ জুলাই কুমিল্লা থেকে হারুন অর রশিদকে গ্রেপ্তার করেন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।

গত বছরের ৯ নভেম্বর ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে মামলার চার্জশিট জমা দেন ডিবির পরিদর্শক মো. আর্জুন। পরে চলতি ২ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করেন। শুনানি শুরুর দুই মাসের মধ্যেই মামলার রায় দেওয়া হবে।

Comments