রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার ইবি শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেড়াতে গিয়ে ফারুক হোসেন নামে এক যুবক ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
ফারুক হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ওই শিক্ষার্থী। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়া থেকে রিকশায় কাজলার দিকে যাওয়ার সময় একদল যুবক আমার পথ আটকায়। এরপর তারা আমাকে রিকশা থেকে নামিয়ে চড়-থাপ্পড় মারতে থাকে এবং মোবাইল ফোন কেড়ে নেয়।
‘সেখান থেকে তারা আমাকে মোটরসাইকেলে শহীদ হবিবুর রহমান হলে নিয়ে যায়। হলের তৃতীয় তলার একটা রুমে আটকে রেখে প্রায় এক ঘণ্টা আমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। মারধর শেষে আবার মোটরসাইকেলে তারা আমাকে শহীদুল্লাহ কলা ভবনের সামনে নামিয়ে দেয়’, বলেন ফারুক।
তিনি আরও বলেন, ‘রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার হস্তক্ষেপে আমি মোবাইল ফোন ফিরে পাই। তার উপস্থিতিতে ছাত্রলীগের চারকর্মী ঘটনার দায় স্বীকার করে।’
এ প্রসঙ্গে গোলাম কিবরিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে আমরা আগেও অনেক অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আমি রাতেই এ বিষয়ে অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
Comments