করোনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার মৃত্যু, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও সিরিয়ায় ইরানের সাবেক রাষ্ট্রদূত হোসেইন শেখঅলএসলাম গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারসের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে।
এর আগে, গত সোমবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা ৭১ বছর বয়সী মোহাম্মদ মীর মোহাম্মাদী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।
গত সপ্তাহে করোনাভাইরাসে মৃত্যু হয় দেশটির অন্যতম প্রভাবশালী ধর্মীয় নেতা হাদী খসরুশাহীর।
এ ছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইশাক জাহাঙ্গিরী, ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ ইবতেকার এবং উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি।
ইরানের সব সরকারি কর্মকর্তাদের দেশের বাইরে সফর বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির পার্লামেন্ট অধিবেশনও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
এদিকে, ইরানের সব শিক্ষাপ্রতিষ্ঠান এপ্রিলের শুরু পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি সাংবাদিকদের জানিয়েছেন, চলতি ইরানি বছরের শেষ অবধি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। আগামী ১৯ মার্চ চলতি ইরানি বছর শেষ হবে এবং এপ্রিলের শুরু পর্যন্ত জাতীয় ছুটি থাকবে।
করোনাভাইরাসে ইরানে এ পর্যন্ত অন্তত সাড়ে ৩ হাজার জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০৭ জনের।
Comments