শান্তি চুক্তির এক সপ্তাহের মধ্যে কাবুলে হামলা, নিহত ২৭
আফগানিস্তানে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও তালেবানদের শান্তি চুক্তির পর ধারণা করা হচ্ছিলো এই অঞ্চলে এবার শান্তি ফিরবে। কিন্তু চুক্তির কয়েকদিন যেতে না যেতেই আবারও হামলা হয়েছে দেশটিতে। রাজধানী কাবুলের একটি মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন।
আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীরা কাবুলের একটি মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে হামলা চালায়। সেখানে আফগানিস্তানের শীর্ষ রাজনৈতিক নেতা আবদুল্লাহও উপস্থিত ছিলেন। তবে, হামলায় তার কোনো ক্ষতি হয়নি।
এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এক টুইটে এ হামলার নিন্দা জানিয়েছেন।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে শান্তি চুক্তি সই হওয়ার পর দেশটিতে এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা।
২০১৯ সালেও এই অনুষ্ঠানে হামলা হয়েছিল। সেবার হামলার দায় শিকার করেছিল জঙ্গি সংগঠন আইএসআইএস।
উল্লেখ্য, তালেবানের হাতে বন্দি হয়ে ১৯৯৫ সালে নিহত হন হাজারা নেতা আব্দুল আলি মাজারি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষেই আজ ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন:
Comments