করোনাভাইরাস: বাংলাদেশসহ ৭ দেশের সব ফ্লাইট বাতিল কুয়েতের
করোনাভাইরাস প্রতিরোধে মিশর, লেবানন, সিরিয়া, বাংলাদেশ, ফিলিপাইন, ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে আজ থেকে এক সপ্তাহের জন্য উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।
কুয়েত সিভিল এভিয়েশনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।
কুয়েতের নাগরিক ছাড়া এই সাত দেশে গত দুই সপ্তাহের মধ্যে ভ্রমণ করেছে এমন যে কারো কুয়েত ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সাত দেশ থেকে কুয়েতি নাগরিকদের দেশে ফিরবার অনুমতি থাকলেও তাদেরকে প্রথম থাকতে হবে কোয়ারেন্টাইনে।
Comments