পদ্মায় নৌকাডুবি: আরও ২ মরদেহ উদ্ধার
রাজশাহী শহরের পাশে শ্রীরামপুর এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা তিন জনে দাঁড়ালো। আজ শনিবার সকালে মণি বেগম (৪৮) ও এখলাস নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদাত হোসেইন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল মরিয়ম খাতুন (৬) নামে এক শিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়। মণি বেগম মরিয়মের দাদি।
শুক্রবার বউভাতের অনুষ্ঠান শেষে শ্রীরামপুরে ফেরার সময় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকা দুটিতে বর-কনেসহ মোট ৪১ যাত্রী ছিলেন। সাঁতরে পাড়ে এসে দুই নৌকার মাঝি বিষয়টি জানানোর পর উদ্ধার তৎপরতা শুরু হয়। এখন পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ছয় জন। নৌকাডুবির পর সাঁতরে নদী পার হয়ে তীরে আসেন ২৭ যাত্রী।
উদ্ধারকাজে যোগ দিতে শনিবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পাঁচ সদস্যের একটি দল ঢাকা থেকে রাজশাহী পৌঁছেছে। এ ঘটনায় রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলামের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন:
রাজশাহীতে পদ্মায় ৩৫ যাত্রী নিয়ে নৌকাডুবি, শিশুর মৃত্যু
Comments