বেনাপোলে ভ্রমণকর রসিদ বই সংকট, ভোগান্তিতে যাত্রীরা
বেনাপোল আন্তজার্তিক চেকপোস্ট সোনালী ব্যাংক শাখায় ভ্রমণকর বই না থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় চার হাজার যাত্রী এই শাখায় ভ্রমণকর পরিশোধ করে ভারতে যান।
আজ রোববার সকালে ব্যাংক খোলার পর থেকে দীর্ঘ হতে থাকে যাত্রীদের সারি। প্রভাষ দলপতি নামে এক যাত্রী বলেন, সকাল ৮টার দিকে চেকপোস্টে এসেছি। এরপর প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম। ব্যাংকে রসিদ বই না থাকায় টিআর চালানের মাধ্যমে ভ্রমণকর পরিশোধ করতে হলো।
বেনাপোল সোনালী ব্যাংকের ব্যবস্থাপক রাকিবুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, অনলাইনে ভ্রমণকর সংগ্রহের ব্যবস্থা চালু করা হয়েছে। তবে মেসেজ দেখা যায় না বলে যাত্রীরা অনলাইনে ভ্রমণকর পরিশোধ করতে চান না। গত কয়েকদিন ধরে ব্যাংকে রসিদ বই না থাকায় টিআর চালানের মাধ্যমে ভ্রমণকর নেওয়া হচ্ছে। এতে সময় বেশি লাগছে বলে যাত্রীরা একটু হয়রানির শিকার হচ্ছেন। ভ্রমণকর রসিদ বই এলেই এই ভোগান্তি আর থাকবে না।
Comments