গোড়ানে দুই শিশুকে হত্যার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা

রাজধানী ঢাকার দক্ষিণ গোড়ান এলাকায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগ এনে স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন মোজাম্মেল হক বিপ্লব। আজ রোববার খিলগাঁও থানার উপপরিদর্শক রুহুল আমিন এ তথ্য জানিয়েছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, মোজাম্মেল গতকাল রাতে তার স্ত্রীকে আসামি করে মামলা দায়ের করেছেন।
গোড়ান এলাকার ৩৮৯ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে গতকাল সকাল ৮টার দিকে ১২ বছর বয়সী মেহজাবিন আলভী ও তার সাত বছর বয়সী বোন জান্নাতুল ফেরদৌসের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বাসা থেকে দুই শিশুর মাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
মোজাম্মেল হক বিপ্লব তিনি মুন্সিগঞ্জে থাকেন এবং সেখানে বৈদ্যুতিক পণ্যের ব্যবসা করেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, আমি মামলা করেছি। আমার স্ত্রী নিষ্পাপ দুটি বাচ্চাকে হত্যা করেছে। আমি তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।
তিনি আরও বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য হতেই পারে। তাই বলে শিশুদের কেন হত্যা করতে হবে! আমি ন্যায় বিচার চাই।
তাদের স্বজন জানায়, মোজাম্মেল পরিবারের ব্যয় বহন করতে পারছিলেন না। ঋণের কারণে তাদের অর্থনৈতিক সংকট চলছিল।
আরও পড়ুন:
গোড়ানে গলাকাটা-দগ্ধ ২ শিশুর দেহ
Comments