টি-টোয়েন্টি সিরিজেও তামিম সেঞ্চুরি করতে পারবে: মাহমুদউল্লাহ

tamim iqbal
ছবি: ফিরোজ আহমেদ

২০০৬ সাল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ। এখন পর্যন্ত এই ফরম্যাটে টাইগাররা ৯৪ ম্যাচ খেলে ফেললেও সেঞ্চুরির সংখ্যা মাত্র একটি। তামিম ইকবালের সেই শতরানের ইনিংসের পর পেরিয়ে গেছে আরও চার বছর। আরেকটি সেঞ্চুরির জন্য অপেক্ষার শেষ হবে কবে? অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, খুব বেশি দিন বাকি নেই। তার মতে, তামিম যে দারুণ ছন্দে আছেন, তাতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই তার ব্যাটে দেখা মিলতে পারে সেঞ্চুরির।

২০১৬ সালের মার্চে ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন বাঁহাতি তারকা ওপেনার তামিম। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের তিন অঙ্ক ছোঁয়া ইনিংস ওই একটিই। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমের অপরাজিত ১০৩ রানের ওই স্মরণীয় ইনিংসের পর সেঞ্চুরির সবচেয়ে কাছাকাছি পৌঁছাতে পেরেছেন মোহাম্মদ নাঈম শেখ। গেল নভেম্বরে ভারতের বিপক্ষে ৪৮ বলে ৮১ রান করেছিলেন তিনি।

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে চারটি সেঞ্চুরি এসেছে বাংলাদেশের দুই ওপেনারের ব্যাট থেকে। লিটন দাস সেঞ্চুরি করেন প্রথম ও তৃতীয় ম্যাচে। তামিম শেষ দুই ম্যাচে টানা শতকের স্বাদ নেন। এবার বদলে যাচ্ছে ফরম্যাট। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে মোকাবিলা করতে যাচ্ছে বাংলাদেশ। তবে মাহমুদউল্লাহর ধারণা, লিটন ও তামিম যদি নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারেন, তাহলে ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণেও শিগগিরই তারা সেঞ্চুরি করতে পারবেন। এমনকি আসন্ন সিরিজেও তামিমের ব্যাট থেকে আসতে পারে সেঞ্চুরি।

সিরিজের প্রথম ম্যাচের আগের দিন রবিবার (৮ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘যেভাবে তামিম-লিটন ব্যাটিং করছে, আমার মনে হয়, এমন সাবলীল (ব্যাটিং) যদি করতে পারে, (টি-টোয়েন্টি) সেঞ্চুরিটা আসতে খুব বেশি দিন বাকি নেই।’

‘ওর (তামিমের) স্ট্রাইক রেট নিয়ে কথা বলা হয়েছে। আমার মনে হয়, ও যদি ওর মতো ব্যাটিং করতে পারে, ও এই সিরিজে একটা সেঞ্চুরি করতে পারবে। আমি এই ইস্যু (স্ট্রাইক রেট) নিয়ে খুব একটা চিন্তিত না। কারণ তামিম খু্‌বই ভালো ছন্দে ব্যাটিং করছে। টি-টোয়েন্টি ফরম্যাটে ও বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। আর নির্দিষ্ট করে কিছু বলাও হয়নি যে ও কীভাবে ব্যাটিং করবে। পিচ মূল্যায়ন করে ও যেভাবে ব্যাটিং করবে, সেটাই যথেষ্ট।’

‘লিটনের সামর্থ্য সম্পর্কে (সবাই) জানেন। ও যেভাবে ব্যাটিং করেছে, দেখে খুবই ভালো লাগছে। আশা করছি, সামনেও এভাবেই ব্যাটিং করে যাবে।’

Comments

The Daily Star  | English

Bangladesh asks India to halt border push-ins, cites security concerns

The move follows reports that BSF pushed in around 300 people into Bangladesh between May 7 and May 9

21m ago