সু চিকে দেওয়া সম্মাননা প্রত্যাহার করল লন্ডন সিটি করপোরেশন
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিকে দেওয়া সম্মাননা প্রত্যাহার করে নিয়েছে লন্ডন সিটি করপোরেশন (সিএলসি)।
বৃহস্পতিবার লন্ডন নগর কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত কথা জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরা জানায়, লন্ডনের ঐতিহাসিক এবং অর্থনৈতিক অঞ্চলগুলোর নির্বাচিত প্রতিনিধিদের ভোটে সিএলসি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। সিএলসি কমিটির প্রধান ডেভিড ওটোন জানান, এ সিদ্ধান্তে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পৌর করপোরেশনের নিন্দা প্রতিফলিত হয়েছে।
তিনি বলেন, ‘রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দায়ের করা মামলার শুনানিতে গণহত্যার কথা অস্বীকার করা ও সরকারিভাবে রোহিঙ্গাদের প্রতি ঘৃণা ছড়ানোর অভিযোগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
গণতন্ত্রের জন্য অহিংস সংগ্রামের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালের মে মাসে সু চিকে বিশেষ সম্মাননা দিয়েছিল লন্ডন সিটি করপোরেশন।
২০১৯ সালের ডিসেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। শুনানিতে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষে অবস্থান নেন অং সান সু চি।
Comments