বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে ১৬ ক্রিকেটার
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তিতে এসেছে নতুনত্ব। এবারে ফরম্যাট অনুসারে ক্রিকেটারদের চুক্তিবদ্ধ করা হয়েছে। সবমিলিয়ে চুক্তিতে রাখা হয়েছে ১৬ জনকে। অনুমিতভাবেই তালিকায় নাম নেই মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের।
রবিবার (৮ মার্চ) বোর্ড সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের নাম জানিয়েছে বিসিবি। গেল বছর চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্য থেকে বাদ পড়েছেন সাতজন। এবার নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন পাঁচজন। মাশরাফি চুক্তিতে না থাকার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন বোর্ডকে। আর আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ায় সাকিবকে বিবেচনা করা হয়নি।
ইংল্যান্ডের আদলে এবারই প্রথম লাল ও সাদা বলের জন্য আলাদা চুক্তি করেছে বাংলাদেশ বোর্ড। লাল ও সাদা উভয় বলের চুক্তিতে আছেন সাতজন। কেবল লাল বলের চুক্তিভুক্ত খেলোয়াড় সংখ্যা চার এবং কেবল সাদা বলের চুক্তিতে পাঁচজন।
মাহমুদউল্লাহ ও মোস্তাফিজুর রহমানকে কেবল সাদা বলের চুক্তিতে রাখা হয়েছে। এর অর্থ, তাদেরকে এই মুহূর্তে সীমিত ওভারের সংস্করণের জন্যই বিবেচনা করা হচ্ছে এবং টেস্টে তাদেরকে নিয়ে আপাতত কোনো ভাবনা নেই টিম ম্যানেজমেন্টের। চমক দেখিয়ে লাল-সাদা উভয় বলের চুক্তিতে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম।
বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন ও বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস। এছাড়া সৌম্য সরকার, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেনও কোনো সংস্করণের চুক্তিতে স্থান পাননি।
চুক্তিতে থাকা ক্রিকেটাররা হলেন:
লাল-সাদা উভয় বল: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ।
লাল বল: মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ, ইবাদত হোসেন।
সাদা বল: মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন,মোহাম্মদ নাঈম শেখ।
বাদ পড়েছেন: মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, সৈয়দ খালেদ আহমেদ, রুবেল হোসেন, সাদমান ইসলাম।
অন্তর্ভুক্ত হয়েছেন: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, ইবাদত হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ।
Comments