মাশরাফির দলে থাকা নিয়ে বিসিবি প্রধানের সংশয়
অধিনায়কত্ব ছেড়েছেন, কিন্তু এখনো অবসরে যাননি মাশরাফি বিন মর্তুজা। দলে জায়গা পেলে চালিয়ে যেতে চান ওয়ানডে ক্রিকেট। তবে সদ্য বিদায়ী অধিনায়কের দলে থাকার ব্যাপারে সংশয় জানালেন খোদ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তবে তিনি এও জানিয়েছেন, অসম্ভব জেদ টিকিয়ে রাখতেও পারে মাশরাফিকে।
গত শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হয় মাশরাফির অধিনায়কত্বের অধ্যায়। রোববার বোর্ড সভায় বিসিবি প্রধান নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করেন তামিম ইকবালের নাম।
নতুন অধিনায়ক ঘোষণার পর প্রাসঙ্গিকভাবেই আসে মাশরাফির দলে থাকা, না থাকার প্রসঙ্গ। এর উত্তরে বিসিবি সভাপতি অধিনায়ক মাশরাফির প্রশংসা আরও একবার করে খেলোয়াড় মাশরাফির ব্যাপারে অস্পষ্টতা রেখে দিয়েছেন, ‘মাশরাফিকে আর এসবের মধ্যে টানাই উচিত নয়। ২০১৪ সালে যখন ওকে অধিনায়ক করা হয়, ইনজুরির কারণে স্কোয়াডের বাইরে ছিল। একটি সুনির্দিষ্ট কারণে তাকে অধিনায়ক করা হয়েছিল। তার ওপর একটি দায়িত্ব ছিল, বিশ্বাস ছিল, আস্থা ছিল। এবং সে অসাধারণভাবে করেছে। যতটুকু সাফল্যই দেশের ক্রিকেটে এসেছে, ওকে ছাড়া সম্ভব হতো না। সে তার দায়িত্ব দারুণভাবে পালন করেছে। এটি নিয়ে কোনো সন্দেহ নেই।’
‘খেলোয়াড় হিসেবে বললে, সব খেলোয়াড়ের সময় থাকে, ফর্ম থাকে, বয়সের ব্যাপার থাকে, অবসরের ব্যাপার থাকে। ও খেলার মধ্যে থাকতে চায়, খুব ভালো। আমরা স্বাগত জানাই। কিন্তু অন্য ক্রিকেটারদের মতো ওকে প্রতিদ্বন্দ্বিতা করেই আসতে হবে।’
মাশরাফির ফিটনেস নিয়ে উদ্বেগ জানানোর সঙ্গে তার লড়াকু স্বভাবের কথাও স্মরণ করেছেন নাজমুল, ‘আমার মনে হয় না, ও নিজেই মনে করে যে পুরোপুরি ফিট। তবে আমি নিশ্চিত, ও অসম্ভব জেদি, পিছু হটার লোক নয়। ও যদি মনে করে “আমি খেলব ও জাতীয় দলে ঢুকব”, আমি অবাক হব না, যদি দেখি ও সেরা বোলার হিসেবে খেলছে।’
Comments