শিশু সায়মা হত্যায় একজনের মৃত্যুদণ্ড

রাজধানীর ওয়ারী এলাকায় স্কুলশিক্ষার্থী সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কাজী আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন। এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হারুন অর রশিদ আদালতে উপস্থিত ছিলেন।
court.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর ওয়ারী এলাকায় স্কুলশিক্ষার্থী সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কাজী আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন। এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হারুন অর রশিদ আদালতে উপস্থিত ছিলেন।

গত ৫ মার্চ আদালত এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন। মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ জুলাই রাজধানীর ওয়ারীতে নার্সারির শিক্ষার্থী সামিয়াকে (৬) একটি নির্মাণাধীন আটতলা ভবনের ছাদের ফাঁকা ফ্ল্যাটে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন আসামি হারুন অর রশিদ। ঘটনার পরদিন সামিয়ার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ৭ জুলাই কুমিল্লা থেকে হারুন অর রশিদকে গ্রেপ্তার করেন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।

গত বছরের ৯ নভেম্বর ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে মামলার চার্জশিট জমা দেন ডিবির পরিদর্শক মো. আর্জুন। চলতি ২ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করেন।

আরও পড়ুন:

শিশু সায়মা হত্যা মামলার রায় ৯ মার্চ

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago