প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য কথা বলেনি মাহমুদউল্লাহর পক্ষে। টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। চোট কাটিয়ে অনেকদিন পর টি-টোয়েন্টি একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টি-টোয়েন্টি। করোনাভাইরাসের কারণে টি-টোয়েন্টি সিরিজে দর্শক সমাগম সীমিত রেখেছে বিসিবি। একজন দর্শক একটার বেশি টিকেট কিনতে পারবেন না।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ খেলা টি-টোয়েন্টির দল থেকে এদিনের একাদশে এসেছে একাধিক বদল। বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম শেখ ও আল-আমিন হোসেন। অনুমিতভাবেই ফিরেছেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড় তালিকা কাটছাঁট করতে গিয়ে বাদ পড়ে গেলেও জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে আছেন সৌম্য সরকার। তিনি খেলছেন অলরাউন্ডার হিসেবে। আর তাকে ফেরানো হচ্ছে চুক্তিতেও।
অসুস্থতার কারণে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভিন। টি-টোয়েন্টিতে ফিরেছেন তিনি। ওয়ানডেতে ভালো করা ওয়েসলি মাধেভেরের অভিষেক হচ্ছে টি-টোয়েন্টিতেও।
টেস্ট দিয়ে শুরু হওয়া সিরিজে দাপট দেখিয়ে চলেছে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে একমাত্র টেস্ট জেতার পর ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে মাশরাফি বিন মর্তুজার দল। সেই সিরিজ দিয়েই অধিনায়কত্বের ইতি টানেন মাশরাফি। এবার টি-টোয়েন্টিতেও একই ফল আনার প্রত্যাশা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারলে র্যাঙ্কিংয়ে উন্নতি হবে মাহমুদউল্লাহদের।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মেহেদী হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: টিনাশে কামুনহুকামুই, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, শন উইলিয়ামস, ওয়েসলি মাধেভেরে, রিচমন্ড মুটুমবামি, ডোনাল্ড টিরিপানো, টিনোটেন্ডা মুটমবোডজি, ক্রিস্টোফার এমপোফু, চার্ল মুম্বা।
Comments