‘৩০ লাখ টাকার বিনিময়ে সন্তানকে খুনিদের হাতে তুলে দেন বাবা’
বিরোধী পক্ষকে ফাঁসাতে টাকার বিনিময়ে সন্তানকে হত্যায় খুনিদের হাতে তুলে দেন বাবা। আজ সোমবার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ তথ্য জানিয়েছে।
২০১৫ সালের ২৮ মার্চ, নরসিংদীর সদর উপজেলার বেহেরচরের একটি ধান খেত থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ১১ বছরের এলমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
এলমা হত্যা মামলার তদন্তে সিআইডি সম্প্রতি এলমার বাবা আবদুল মোতালেবসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকেই হত্যায় এলমার বাবা আবদুল মোতালেব জড়িত বলে জানা যায়।
সংবাদ সম্মেলনে সিআইডির উপ মহাপরিদর্শক ইমতিয়াজ আহমেদ জানান, এলাকায় আধিপত্য বিস্তারের জেরে দীর্ঘদিন ধরেই মো. শাহজাহান ও বাচ্চু গ্রুপের দ্বন্দ্ব ছিল। মোতালেব সাবেক ইউনিয়ন মেম্বার বাচ্চু গ্রুপের সদস্য।
২০১৫ সালের ১ মার্চ, মোতালেবসহ বাচ্চু গ্রুপের অন্যান্য সদস্য বৈঠক করে। বৈঠকে কাউকে হত্যার পর তার দায় বিরোধী পক্ষের ওপর চাপানোর সিদ্ধান্ত নেয়া হয়।
ওই বৈঠকেই মোতালেব তার কন্যাসন্তান এলমাকে ৩০ লাখ টাকার বিনিময়ে হত্যার জন্য রাজি হন।
এর কিছু দিন পর ২৮ মার্চ, ধান খেতে কিছু লোক এলমাকে পিটিয়ে মেরে ফেলে।
এ ঘটনায় মূল অপরাধীদের বাদ দিয়ে কয়েকজন জ্ঞাত ও অজ্ঞাতের বিরুদ্ধে হত্যা মামলা করেন মোতালেব।
Comments