করোনাভাইরাস: বেনাপোল থেকে ফেরানো হয়েছে ২৫ ভারতীয়কে
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বাড়তি সতর্কতা জারি করা হয়েছে বেনাপোলের আন্তর্জাতিক চেকপোস্ট ও স্থলবন্দর এলাকায়।
গতকাল রোববার ভারতের ২৫ জন ট্রাক ড্রাইভার ও হেলপারকে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ফেরত পাঠানো হয়েছে। বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত মেডিকেল টিমের ইনচার্জ ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, শরীরের তাপমাত্রা বেশি থাকায় তাদের ফেরত পাঠানো হয়েছে।
তবে, বেনাপোল স্থলবন্দরের একমাত্র ডিজিটাল থার্মাল স্ক্যানারটি অকেজো হয়ে পড়ায় স্বাস্থ্য পরীক্ষা চলছে থার্মোমিটার দিয়ে। যশোরের সিভিল সার্জন ডা. আবু শাহীন জানান, বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। আশা করি দুই-তিন দিনের মধ্যে সমাধান হয়ে যাবে।
অন্যদিকে, সীমান্তের অপর পাশে ভারতের পেট্রাপোল এলাকায় রেড এলার্ট জারি করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
Comments