এক জনকে একটির বেশি হ্যান্ড স্যানিটাইজার বিক্রি না করার নির্দেশ
এক জন ক্রেতাকে একসঙ্গে একটির বেশি হ্যান্ড স্যানিটাইজার বিক্রি না করতে ওষুধ বিক্রেতাদের নির্দেশ দিয়েছে সরকার। সেই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজারের সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়া হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন জন রোগী শনাক্ত হওয়ার পর বাজারে হ্যান্ড স্যানিটাইজারের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর আজ সোমবার এসব সিদ্ধান্ত নিয়েছে।
হ্যান্ড স্যানিটাইজারের সরবরাহ নিশ্চিত করতে ও মূল্য নিয়ন্ত্রণে ঔষধ প্রশাসন অধিদপ্তরে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি, উৎপাদনকারী ও বিক্রিকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে সভা হয়।
সভা শেষে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, দেশে অনুমোদিত সাতটি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বর্তমানে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করছে।
হ্যান্ড স্যানিটাইজারের মূল্য নিয়ন্ত্রণে সরকার এগুলোর সর্বোচ্চ খুচরা মূল্য জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশ করবে। বেশি মূল্যে কেউ হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ছাড়া, বাজারে কৃত্রিম সংকট এড়াতে, উৎপাদনকারী প্রতিষ্ঠান একই ডিস্ট্রিবিউটরকে একটি ইনভয়েসে পাঁচশটির বেশি হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করবে না।
Comments