প্রতি ১৯ দিনে করোনার বিস্তার ১০ গুণ বাড়তে পারে: চীনা গবেষণা
‘করোনাভাইরাস প্রতিরোধে চীন ও সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তা কঠোরভাবে মেনে চলার’ পরামর্শ দিয়েছেন চীনের অন্যতম শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সাংহাইয়ের ফুদান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট জিন লি।
লির নেতৃত্বে পরিচালিত বিজ্ঞানীদের এক গবেষণায় বলা হয়েছে, ‘কঠোর ব্যবস্থা না নিলে চীনের বাইরে প্রতি ১৯ দিনে করোনার বিস্তার বাড়তে পারে ১০ গুণ।’
গত শনিবার সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ‘ডিএনএ হান্টার’ হিসেবে পরিচিত লির গবেষণার ফল খুবই হতাশাব্যঞ্জক হলেও বাস্তবতা হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে গত ১৬ ফেব্রুয়ারি থেকে ২১ দিনে চীনের বাইরে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৬৮ জনে।
জামার্নিতেই মাত্র চারদিনে রোগীর সংখ্যা কয়েকগুণ বেড়ে ৫৪৫ জন হয়েছে। একই চিত্র দেখা গেছে ফ্রান্সে।
এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই সারাবিশ্বে করোনা রোগীর সংখ্যা চীনকে ছাড়িয়ে যাবে।
লির দলের বিজ্ঞানীরা তাদের গবেষণাপত্রে বলেছেন, ‘পরিস্থিতি খুবই ভয়াবহ। জনস্বাস্থ্য রক্ষায় বিশ্বকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। চীন ও সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগাতে বলছি।’
‘ভাইরাসটির ছড়িয়ে পড়ার প্যাটার্ন খুবই জটিল’ উল্লেখ করে গবেষণাপত্রে আরও বলা হয়েছে, ‘করোনা প্রথমে হাল্কাভাবে ধরা পড়ে এবং হাসপাতালে যাওয়ার মতো পরিস্থিতি হয় না।’
চীনের বাইরে প্রথম করোনা আক্রান্ত রোগী উহান থেকে থাইল্যান্ডে গিয়েছিলেন। তার করোনা ধরা পড়ে ১৩ জানুয়ারি। এরপর অ্যান্টার্কটিকা ছাড়া সব মহাদেশেই ভাইরাসটি ছড়িয়ে পড়ে দ্রুততম সময়ে। এখন পর্যন্ত এই রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ৩৫৮ জনে।
Comments