মোমেন্টাম ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশ
বিশ্বকাপের আগ পর্যন্ত সব ঠিকঠাক ছিল। ছিল বিশ্বকাপের শুরুতেও। কিন্তু মাঝপথে হঠাৎ মোমেন্টাম হারিয়ে বসে বাংলাদেশ দল। এরপর থেকে ঘুরপাক খাওয়া হারের বৃত্তে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজে দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। এখন পর্যন্ত কোনো সংস্করণে একটি ম্যাচও হারেনি। সিরিজের শেষ ম্যাচের আগেও দারুণ সিরিয়াস ক্রিকেটাররা। কারণ পাকিস্তানে তৃতীয় দফা সফরের আগে মোমেন্টাম ধরে রাখতে চায় তারা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বুধবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে দলের তরুণ তারকা মেহেদী হাসান বললেন, এ ম্যাচেও জয় চাই তাদের, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো সময় মোমেন্টাম বদলে যেতে পারে। সেক্ষেত্রে শেষ খেলাটায় আমরা আরও বেশি সতর্ক ও মনযোগী। ইনশাল্লাহ সেটাই করব।’
এর আগেও জিম্বাবুয়ের বিপক্ষে জয় তুলে পরবর্তী সিরিজের জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাসের যোগান পেয়েছে বাংলাদেশ। দলটির বিপক্ষে তাই বাড়তি অনুপ্রেরণা কাজ করে টাইগারদের। পাকিস্তান সফরের আগেও একই ভাবনা তাদের। মেহেদীর ভাষায়, ‘এই সিরিজটা পুরোপুরি হয়ে গেলে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাসটা পাকিস্তানে কাজে লাগবে, যেহেতু ওখানে আমাদের একটা ওয়ানডে ও টেস্ট আছে। আশা করি, আত্মবিশ্বাস কাজে দিবে।’
‘এখানে আমাদের প্রায় সবকিছু ভালো হচ্ছে, আমরাও চেয়েছি ভালো করতে। আগেও যখন বড় দলগুলো আসছিল বাংলাদেশে, জিম্বাবুয়ে ছাড়া, তাদেরকে কিন্তু আমরা হোয়াইটওয়াশ করছি। সেক্ষেত্রে আত্মবিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু এই সিরিজটায় আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে, সেহেতু পরবর্তী সিরিজগুলোতে এতটা সমস্যা হবে না বলে মনে করি,’ যোগ করেন তিনি।
প্রতিপক্ষ দুর্বল বলেই কী এমন কিছু? অলরাউন্ডার মেহেদী অবশ্য তা মানছেন না, ‘না, না, এটা অতি আত্মবিশ্বাস কারও মধ্যেই দেখা যাচ্ছে না। একটা ইতিবাচক জিনিস হলো, ব্যাটসম্যানরা যে-ই খেলছে, রানের মধ্যে আছে। অনেকে ব্যাটিং অর্ডারে সুযোগও পাচ্ছে না। ওয়ানডে থেকেই দেখেন, হয়তো এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে। নিচের ব্যাটসম্যানরা একটুও সুযোগ পাচ্ছে না। তারাও চাচ্ছে রান করার জন্য। সবমিলিয়ে আমরা ছোট করে দেখছি না।’
ধারাবাহিকতা বজায় রেখে প্রাধান্য বিস্তার করে জিতে শেষটা রাঙাতে চায় বাংলাদেশ। তরুণ মেহেদী বললেন এমনটাই, ‘যেহেতু আমরা টেস্ট, ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টিতে খুব প্রাধান্য বিস্তার করে জিতেছি, কোনো পাত্তাই দিইনি, সেক্ষেত্রে (শেষ ম্যাচেও) ওভাবেই খেলব।’
Comments