আর্সেনালের ফুটবলাররা কোয়ারেন্টাইনে

নভেল করোনাভাইরাস নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির মাঝে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শীর্ষ ক্লাব আর্সেনালের বেশ কয়েকজন ফুটবলারকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গ্রিসের ফুটবল ক্লাব অলিম্পিয়াকোসের মালিক এভানগেলোস মারিনাকিসের করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ার পরই এই ব্যবস্থা নেওয়া হলো।

খবরটি নিশ্চিত করে ক্লাবটি অফিসিয়াল বার্তায় জানিয়েছে, এই কারণে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তাদের একটি ম্যাচ স্থগিত করা হয়েছে। সপ্তাহ দুয়েক আগে উয়েফা ইউরোপা লিগে অলিম্পিয়াকোসের সঙ্গে আর্সেনালের ম্যাচের পর মারিনাকিসের সংস্পর্শে আসেন আর্সেনালের কয়েকজন ফুটবলার।

যেহেতু মঙ্গলবার মারিনাকিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, কাজেই সতর্কতামূলকভাবে আর্সেনাল ফুটবলারদের আলাদা করা হয়েছে। তবে সঙ্গত কারণেই কোনো ফুটবলারের নাম প্রকাশ করেনি তারা।

বিবৃতিতে আর্সেনাল জানিয়েছে, কোয়ারেন্টাইনে রাখা ফুটবলারদের করোনায় আক্রান্ত হওয়ায় সম্ভাবনা খুবই কম, ‘চিকিৎসকরা এখন পর্যন্ত যে পরামর্শ দিয়েছেন, তাতে আর্সেনালের ফুটবলারদের কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আমরা সরকারের নীতিমালার গুরুত্বের সঙ্গে অনুসরণ করছি। সেখানে বলা হয়েছে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে নিজেকে ১৪ দিন আলাদা করে রাখতে হবে।’

ফুটবলার ছাড়াও ক্লাবটির চারজন সাপোর্ট স্টাফকেও আলাদা করা হয়েছে। তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হবে আগামী শুক্রবার। এরপর আগামী ১৪ মার্চ প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে খেলার কথা গানারদের।

Comments

The Daily Star  | English
yunus meeting tarique rahman in london

Yunus-Tarique meeting set to begin shortly

Amir Khosru, Humayun Kabir accompany the BNP acting chairman to The Dorchester Hotel

7m ago