করোনা আতঙ্কে করোনা সম্মেলন বাতিল

দেশে দেশে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে এখন মন্দার কালো মেঘ। এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণে যুক্তরাষ্ট্রের ফরেন রিলেশন কাউন্সিল আগামী শুক্রবার নিউইয়র্কে বৈঠক ডেকেছিল। কিন্তু করোভাইরাসের আতঙ্কেই শেষমেশ এই বৈঠক বাতিল করে দেওয়া হলো।
Coronavirus Research-2.jpg
ছবি: সংগৃহীত

দেশে দেশে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে এখন মন্দার কালো মেঘ। এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণে যুক্তরাষ্ট্রের ফরেন রিলেশন কাউন্সিল আগামী শুক্রবার নিউইয়র্কে বৈঠক ডেকেছিল। কিন্তু করোভাইরাসের আতঙ্কেই শেষমেশ এই বৈঠক বাতিল করে দেওয়া হলো।

ব্লুমবার্গ জানায়, এই বৈঠকটি ছাড়াও ফরেন রিলেশন কাউন্সিল ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত তাদের সব ধরণের বৈঠক বাতিল করেছে। বৈঠকে অংশগ্রহণকারীরা নিজেরাই যাতে সংক্রমিত না হন তার সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভাইরাসটি ঠেকাতে এরই মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই অর্ধশতাধিক কর্পোরেট ইভেন্ট স্থগিত হয়েছে।  বাতিলের তালিকায় যাওয়া বড় ইভেন্টগুলোর মধ্যে রয়েছে বার্ষিক নিউইয়র্ক অটোমোবাইল প্রদর্শনী।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago