করোনাভাইরাসে ইন্দোনেশিয়ায় প্রথম মৃত্যু, আক্রান্ত ২৭
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্দোনেশিয়ায় প্রথম এক জনের মৃত্যু হয়েছে। দ্য স্ট্রেইট টাইমস জানায়, দেশটিতে এখন পর্যন্ত ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আচমাদ ইউরিয়ানতো জানান, মারা যাওয়া ৫৩ বছরের ওই নারী উচ্চ রক্তচাপ ও ফুসফুসের সমস্যা নিয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে, তিনি ইন্দোনেশিয়ার নাগরিক নন। তিনি কোন দেশের নাগরিক বা কোন শহরে মারা গেছেন সে সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
আচমাদ ইউরিয়ানতো জানান, মারা যাওয়া ওই নারীর দেশের দূতাবাসকে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে। তার মরদেহ দেশে ফেরানোরও ব্যবস্থা করা হচ্ছে।
Comments