করোনাভাইরাস: রাবিতে সব অনুষ্ঠান স্থগিতের ঘোষণা
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব ধরণের অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের মুজিববর্ষ উদযাপন কমিটি আজ বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে।
এ ছাড়া, ভাইরাস প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে একটি দিকনির্দেশনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মুজিববর্ষ উদযাপন কমিটির সদস্য অধ্যাপক মলয় কুমার ভৌমিক দ্য ডেইলি স্টারকে জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১৭ মার্চের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।
রাবি প্রক্টর লুৎফর রহমান বলেন, সভার সুপারিশ অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত, জনসমাগম হয় এমন সব ধরণের অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রোভোস্ট কাউন্সিলের সাবেক আহ্বায়ক রেজাউল হাসান করিম বকশী বলেন, হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানোর জন্য আমরা কাজ করছি।
পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক কর্মসূচি নেওয়ার কথা জানান তিনি।
Comments