শাহজালাল বিমানবন্দরে স্বাস্থ্যকর্মী বাড়ানোর নির্দেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যকর্মী বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার রাতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে বৈঠকে প্রতি শিফটে ৩০ জন করে স্বাস্থ্যকর্মী রাখার নির্দেশ দেয়া হয়।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। স্টার ফাইল ফটো

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যকর্মী বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার রাতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে বৈঠকে প্রতি শিফটে ৩০ জন করে স্বাস্থ্যকর্মী রাখার নির্দেশ দেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আহমেদ কায়কাউস।

বেসামরিক বিমান ও পর্যটন সচিব মহিবুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়ে বলেন, কোভিড-১৯ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় এই বৈঠক ডাকা হয়।

বর্তমানে প্রতি শিফটে ৬ জন স্বাস্থ্যকর্মী বিমানবন্দরে যাত্রীদের স্ক্রিনিংয়ের কাজ করছেন।

মহিবুল হক বলেন, বিমানবন্দরে এতো কম সংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব বৈঠকে অসন্তোষ জানান।

যত দ্রুত সম্ভব বিমানবন্দরে স্বাস্থ্যকর্মী বাড়াতে স্বাস্থ্যমন্ত্রণালয়কে বলেছেন আহমেদ কায়কাউস।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

1h ago