করোনাভাইরাস: স্বাস্থ্যসেবা বিভাগকে ৫০ কোটি টাকা বরাদ্দ

করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা ও ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সচেতনতা তৈরিতে স্বাস্থ্যসেবা বিভাগকে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
ছবি: স্টার

করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা ও ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সচেতনতা তৈরিতে স্বাস্থ্যসেবা বিভাগকে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ বরাদ্দের কথা জানিয়ে মঙ্গলবার একটি চিঠি স্বাস্থ্যসেবা বিভাগে পাঠিয়েছে অর্থ বিভাগ।

চিঠি অনুসারে, কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা ও মেডিকেল সরঞ্জাম সরবরাহের জন্য ৪৬ কোটি টাকা, প্রকাশনা কাজে ১ কোটি ৯৮ লাখ টাকা ও কেমিক্যাল-রি-এজেন্টের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এই বরাদ্দ কেবল করোনাভাইরাস সংক্রান্ত খাতে ব্যয়ের জন্য বলা হয়েছে চিঠিতে।

Comments