পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
পটুয়াখালীতে মাইক্রোবাস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত জন।
পটুয়াখালী-বরিশাল মহাসড়কে সদর উপজেলার গাবুয়া এলাকায় আজ বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পটুয়াখালী শহরের কুট্টি তালুকদার (৪২) ও বাউফল উপজেলার নুরুল ইসলাম(৫০)। আহতদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনা কবলিত যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।
Comments