হার্ভি ওয়াইনস্টিনের ২৩ বছরের কারাদণ্ড
ধর্ষণ ও যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত হলিউড প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে নিউইয়র্কের আদালত।
দুই সপ্তাহ আগে ওয়াইনস্টিনের বিরুদ্ধে আনা ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণের পর আজ, বুধবার ৬৭ বছর বয়সী এই হলিউড মুগলকে এই সাজা দেওয়া হলো।
২০১৭ সালের অক্টোবর পর্যন্ত ১২ নারী ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন।
ছয় নারীর সাক্ষ্য অনুযায়ী বুধবার নিউইয়র্ক কোর্ট তাকে যৌন অপরাধী হিসেবে চিহ্নিত করে এ রায় জানায়।
নিউইয়র্কের বাইরে লস এঞ্জেলসেও ওয়াইনস্টিন এর বিরুদ্ধে বেশ কয়েকটি যৌন নির্যাতনের মামলা করা হয়েছে।
২০১৭ সালে হার্ভির বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনের পর সারা বিশ্বে হ্যাশট্যাগ মি টু আন্দোলন শুরু হয়।
Comments