১৫ এপ্রিল পর্যন্ত ভারতের পর্যটন ভিসা স্থগিত
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পর্যটন ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ/আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রজেক্ট ভিসা বাদে অন্য কোনো ভিসা নিয়ে এই সময়ের মধ্যে ভারত সফর করা যাবে না।
দেশটির স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক থেকে বুধবার এই সিদ্ধান্ত এসেছে। আগামী ১৩ মার্চ মধ্যরাত থেকে ভিসা সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এই সময়ের মধ্যে অতি জরুরি প্রয়োজনের কারও ভারত সফরের প্রয়োজন থাকলে তাকে স্থানীয় ভারতীয় দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, ১৫ ফেব্রুয়ারির পর চীন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানি ভ্রমণকারী ভারতীয় নাগরিক যারা দেশে ফিরবেন তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইন থাকতে হবে।
ভারতে নতুন করে আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২ জন হয়েছে।
Comments