কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শাপলাপুর এলাকায় মেরিন ড্রাইভ সড়কে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
gun fight
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শাপলাপুর এলাকায় মেরিন ড্রাইভ সড়কে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব বলেন, ‘নিহত সাইফুল ইসলাম সোহেল ওরফে ডিবি সাইফুল (৩৮) ও নূর কামাল ওরফে সোনাইয়া ডাকাত (৩৪) রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর সক্রিয় সদস্য। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি একনলা বন্দুক, ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ সময় র‌্যাবের তিন সদস্যও আহত হয়েছেন।’

শাহেদ মাহতাব আরও বলেন, ‘রাত সাড়ে ১২টায় দিকে আমরা গোপন সংবাদ পাই, টেকনাফের বাহারছড়া মেরিন ড্রাইভের পাশে সৈকত এলাকায় জকির গ্রুপের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। র‌্যাব অভিযানে গেলে ডাকাত দলের সদস্যরা আমাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গোলাগুলির পরে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। সেখানে দুই ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

Comments