করোনাভাইরাস

একদিনে ২৩৯ বিলিয়ন ডলার ক্ষতি বিশ্বের ৫০০ ধনীর

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাব পড়ছে অর্থনীতিতেও। বিঘ্ন ঘটছে বিশ্ব বাণিজ্যে, ধস নামছে পুঁজিবাজারে।
প্রতীকী ছবি। (সংগৃহীত)

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাব পড়ছে অর্থনীতিতেও। বিঘ্ন ঘটছে বিশ্ব বাণিজ্যে, ধস নামছে পুঁজিবাজারে।

চলমান পরিস্থিতিতে একদিনে বিশ্বের ৫০০ ধনীর ২৩৮ দশমিক ৫ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম রব রিপোর্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ব্লুমবার্গ বিজনেস ম্যাগাজিনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের কারণে গত ৯ মার্চ মার্কিন পুঁজিবাজারে ব্যাপক ধস নামে। সেদিন বিশ্বের ৫০০ ধনীর ২৩৮ দশমিক ৫ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল। ওই দিন বিলিয়নারি সূচকে থাকা ধনীদের ৯২ শতাংশই ক্ষতির মুখে পড়েছেন। 

ক্ষতিগ্রস্তদের তালিকায় বিশ্বের সব মহাদেশের শীর্ষ ধনীদের নামই এসেছে। ওই দিন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির ক্ষতি হয়েছে ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার। চীনের শীর্ষ ধনী, জনপ্রিয় ট্রেডিং সাইট আলিবাবার কর্ণধার জ্যাক মার ক্ষতি হয়েছে ১ দশমিক ১ বিলিয়ন ডলার। অ্যামাজনের প্রতিষ্ঠাতা, মার্কিন ধনকুবের জেফ বেজোসের ক্ষতি হয়েছে ৫ দশমিক ৬ বিলিয়ন ডলার। মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট হারিয়েছেন ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার। এ ছাড়া, ইউরোপের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট হারিয়েছেন ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার।

২০০৭-০৮ অর্থবছরের পরে এটিই বিশ্বব্যাপী সবচেয়ে বড় আর্থিক সংকটের ঘটনা।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago