ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তিন যুবকের
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধ্য পিরিজপুর এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব সড়কে এই দুর্ঘটনা ঘটে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান পাটোয়ারী বলেন, কিশোরগঞ্জগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আনুমানিক দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে। ট্রাকটিও জব্দ করা হয়েছে, তবে চালক আগেই পালিয়ে গেছে।
Comments