চাঁদপুরে বিদেশফেরত ৪৯৬ জন ‘হোম কোয়ারেন্টাইনে’
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চাঁদপুরে বিদেশফেরত ৪৯৬ জনকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।
গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে চাঁদপুরে যারা ফিরেছেন তাদেরকে জেলা প্রশাসকের নির্দেশে নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকতে হবে।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি দ্য ডেইলি স্টারকে জানান, জেলার স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগের সহায়তায় তাদেরকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়া, চাঁদপুরে করোনাভাইরাস প্রতিরোধমূলক সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. সাখাওয়াত হোসেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, পুরো জেলায় ১০০ শয্যার আইসোলেশন ওয়ার্ডসহ সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।
প্রয়োজনে আবাসিক হোটেল ও স্কুল ভবনও তৈরি করে রাখা হয়েছে, যোগ করেন তিনি।
Comments