গণজমায়েত ছাড়া মুজিববর্ষ উদযাপন করবে ১৪ দল
দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে মুজিবশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। জনসমাগম এড়িয়ে মুজিবশতবার্ষিকীর অনুষ্ঠানে কেবল কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের বাড়িতে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন করোনাভাইরাস মোকাবিলায় দ্রুত উদ্যোগ নেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ১৪ দলের নেতারা। পাশাপাশি, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র নাসিম।
রাজনীতির না করে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সরকারকে সহযোগিতা করার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের প্রতি তিনি আহ্বান জানান।
Comments