কলকাতার এক পরিবারের ৬ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির মধ্যেই ভারতের কলকাতার মেটিয়াবুরুজ এলাকার ছয়জনের শরীরে পাওয়া গেছে সোয়াইন ফ্লু ভাইরাস। তারা সবাই একই পরিবারের সদস্য।
Swine Flu.jpg
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির মধ্যেই ভারতের কলকাতার মেটিয়াবুরুজ এলাকার ছয়জনের শরীরে পাওয়া গেছে সোয়াইন ফ্লু ভাইরাস। তারা সবাই একই পরিবারের সদস্য।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ছয় জন বর্তমানে দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

এ ছাড়াও হাসপাতালের এক সেবিকা ও রানাঘাট এলাকার দুই শিশুও সোয়াইন ফ্লুতে আক্রান্ত বলে সেসব প্রতিবেদনে জানানো হয়েছে।

গত রোববার ও সোমবার সৌদি আরব ফেরত মুর্শিদাবাদের দুই যুবককে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দমদম বিমানবন্দর থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে নেওয়া হয়। তাদের আইসোলেশন ওয়ার্ডে রেখে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় বেলেঘাটা নাইসেড এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেসে। সেই প্রতিবেদনের ফল নেগেটিভ আসলেও, তাদের সোয়াব বা লালারসের নমুনা পরীক্ষা করে সোয়াইন ফ্লু পাওয়া গেছে।

বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালে এই দুই যুবকের চিকিৎসা চলছে।

Comments

The Daily Star  | English
Is human civilisation at an inflection point?

Is human civilisation at an inflection point?

Our brains are being reprogrammed to look for the easiest solutions to our most vexing social and political questions.

10h ago