ইতালি ফেরত ১৪২ বাংলাদেশি হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে

ইতালি থেকে দেশে ফেরা ১৪২ বাংলাদেশিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের বিশেষ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
Shahjalal Airport
ছবি: স্টার ফাইল ফটো

ইতালি থেকে দেশে ফেরা ১৪২ বাংলাদেশিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের বিশেষ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় ইতালির ভেনিস থেকে এমিরেটসের ইকে ৫৮২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

গতকাল তারা যখন ভেনিস থেকে রওনা দিয়েছিলেন, ইতালির গণমাধ্যম সংবাদটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছিল। বিষয়টি নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমেও।

Comments

The Daily Star  | English

Dengue: 5 die, 534 hospitalised today

Among the fatalities, two were reported in Dhaka city, two in Chattogram division, and one in Khulna division.

31m ago