সময় চেয়ে তামিমের আকুতি

Tamim Iqbal
ছবি: ফিরোজ আহমেদ

অধিনায়ক হিসেবে কখনোই পছন্দের সেরাদের মধ্যে ছিলেন না তামিম ইকবাল। ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টুকটাক যা অধিনায়কত্ব করেছেন, তাতে নেই আহামরি মুন্সিয়ানার ছাপও। পরিবর্তিত পরিস্থিতিতে তার হাতেই পড়েছে বাংলাদেশ ওয়ানডে দলের দায়িত্ব। মাশরাফি বিন মর্তুজার ছেড়ে দেওয়া জায়গা পেয়ে তামিম প্রথমেই গণমাধ্যম ও সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়ে চেয়েছেন সময়, আহ্বান করেছেন ধৈর্য ধরার।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই অধিনায়কত্বের ইতি টানেন মাশরাফি। এর দুদিনের মাথায় নতুন অধিনায়ক হিসেবে আসে তামিমের নাম। অধিনায়ক হিসেবে তামিমের মেয়াদ সুনির্দিষ্ট না হলেও তাকে লম্বা সময়ের জন্য বেছে নেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

এর আগে একটি টেস্টে ও তিনটি ওয়ানডেতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন তামিম। ঘরোয়া পর্যায়ে মাঝে মাঝে তাকে অধিনায়কত্ব করতে দেখা গেছে, কিন্তু অনেক সময়ই এই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর আগে আজ শনিবার অনুশীলনে এসে অধিনায়ক তামিম প্রথমবার হাজির হন গণমাধ্যমের সামনে।

সবমিলিয়ে অধিনায়কত্বে নিজেকে অনভিজ্ঞ ভাবা তামিম চাইলেন সময়, রাখতে বললেন আস্থা, ‘সত্যি বলতে আমি খুব অভিজ্ঞ অধিনায়ক না। যদি বলেন যে, আমি অনেক জায়গায় অধিনায়কত্ব করেছি, তা না। এই কারণে আমার প্রতিও বিশ্বাস রাখবেন। একটু সময় দিতে হবে আমাকে। খুব স্বাভাবিক একটা কথা যে, অধিনায়কত্ব কেউ নিলে চাপ চলে আসে, ব্যাটিং পারফরম্যান্স খারাপ হয়ে যায়, এটা-ওটা হয়ে যায়। আমি নিজেও জানি না, আজ থেকে ছয় মাস বা একবছর পর কীভাবে পারফরম্যান্স করব। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়।’

‘আপনাদেরও একটু ধৈর্য রাখতে হবে। আমাদের দর্শক যারা আছেন, তাদেরও একটু ধৈর্য ধরতে হবে। আমার এটাই কাজ থাকবে যে, দলের স্বার্থের জন্য যা যা দরকার, আমি তাই করার চেষ্টা করব। আমি সফল হব কি হব না, এটা আমি জানি না। কিন্তু আমি চেষ্টা করব সবকিছু সঠিক করার। যেকোনো কিছু একটা সিরিজ, পাঁচ-ছয় ম্যাচ দিয়ে বিচার করা কঠিন। বিশেষ করে, অধিনায়কত্ব একেবারে ভিন্ন একটা ব্যাপার।’

ওয়ানডেতে ৫০টি জয় এনে বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি। অধিনায়ক মাশরাফি যেন আলাদা এক ব্র্যান্ডই হয়ে গিয়েছিলেন। সেই মাশরাফির পর পরই অধিনায়কত্ব করাতেও বাড়তি চ্যালেঞ্জ দেখছেন তামিম, আর সেজন্য তিনি বারবার করে চাইলেন সময়, ‘এমন একজন ব্যক্তির কাছ থেকে নিচ্ছি যে, এটা খুব কঠিন সোজাসুজি তার পর্যায়ে চলে যাওয়া। আমি এটাও খুব ভালো করে জানি। তিনি এত বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে আমরা অনেক কিছু অর্জন করেছি। সোজাসুজি তার পর্যায়ে চলে যেতে পারলে ভালো। আর যদি যেতে না পারি, আমাকে আপনাদের কিছু সময় দিতে হবে।’

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

8h ago