এই অবস্থায় পাকিস্তান সফর কঠিন: বিসিবি প্রধান
করোনাভাইরাস নিয়ে বৈশ্বিক উদ্বেগময় পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের সম্ভাবনা দেখছেন না বিসিবি প্রধান নাজমুল হাসান। এপ্রিল মাসে এক ওয়ানডে আর এক টেস্টের সফরটি স্থগিতের ঘোষণা দু’একদিনের মধ্যেই আসতে পারে বলে আভাস দিয়েছেন তিনি।
তিন দফায় পাকিস্তান সফরের শেষ দফা ছিল এপ্রিলের শুরুতে। করাচিতে ১ এপ্রিল একমাত্র ওয়ানডে আর ৫ এপ্রিল থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার কথা বাংলাদেশের। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে একের পর এক সিরিজ বন্ধ হওয়ার পরিবর্তিত পরিস্থিতিতে বদলে গেছে বাস্তবতা।
শনিবার গুলশানে পেশাজীবীদের এক ক্রিকেট টুর্নামেন্টে গিয়ে বোর্ড প্রধান জানান পাকিস্তান সফরের ব্যাপারে আসছে নেতিবাচক ঘোষণাই, ‘চলাচল যেভাবে সীমাবদ্ধ হচ্ছে চতুর্দিকে। কাজেই অনিশ্চয়তা তো আছে। আমরা অপেক্ষা করছি,আশা করছি যে কাল পরশুর মধ্যেই চূড়ান্ত একটা কিছু হয়ে যাবে। এটা ইতোমধ্যেই প্রক্রিয়াধীন আছে। আমরা কাল পরশুর মধ্যেই চূড়ান্ত একটা কিছু জানাতে পারব। তবে যেটা বললাম সব জায়গায় ভ্রমণের সীমাবদ্ধতা যেভাবে হচ্ছে সম্ভাবনা খুব কম, খুবই কঠিন (খেলতে যাওয়া)।’
বাংলাদেশের আগেই পাকিস্তানে হানা দেয় করোনাভাইরাস। ইতিমধ্যে শুধুমাত্র করাচিতেই অন্তত ১৫ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। বন্ধ আছে সে দেশের স্কুল কলেজ। করাচিত বদলে তাই অন্য কোন ভেন্যুতে সিরিজ সরিয়ে নেওয়ার ভাবনা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তবে বিসিবি সভাপতি জানালেন, ভেন্যু যাই হোক, বিদেশে ভ্রমণ করাই এখন মুশকিল, ‘কেউ তো বলতে পারবে না, অমুক দেশে যেতে পারবে কিন্তু অমুক ভেন্যুতে যেতে পারবে না। এমন তো আর না। দেশের বাইরে যাওয়া আসা এটাই তো সীমাবদ্ধ। শ্রীলঙ্কা, ভারতে যেটা হয়েছে, বাইরে থেকে দেশে গেলে ১৪ দিনের কোয়ারেন্টাইন। আমাদের খেলোয়াড়দের যদি ফিরে এসে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়, তাহলে তো কঠিন পরিস্থিতি। এইগুলো আপনাদের জানতে হবে, বুঝতে হবে। প্রতিদিন রেস্ট্রিকশন বাড়ছে। এই জন্য হয়ত এটা আমাদের অন্য সময় করতে হতে পারে।’
সম্প্রতি মুজিব বর্ষের টি-টোয়েন্টি স্থগিত করে দেয় বিসিবি। অনেকগুলো আন্তর্জাতিক সিরিজই বন্ধ হয়ে গেছে মাঝপথে। এসব উদাহরণ টেনে নাজমুল বাংলাদেশের পাকিস্তান সফরের কোন সম্ভাবনা দেখছেন না, ‘যদি দেখেন বাইরের অনেকগুলো গুরুত্বপূর্ণ সিরিজই এখন বন্ধ হয়ে গেছে। আইপিএলের মত টুর্নামেন্টও পিছিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে সবাই যখন পিছিয়ে দিয়েছে, শুধু আমাদের জন্য নয়, সবার জন্যই কনসার্ন।’
Comments