সাংবাদিক কাজলকে নিয়ে এইচআরওর উদ্বেগ, দ্রুত খুঁজে বের করার তাগিদ

শফিকুল ইসলাম কাজল। ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আসামি নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে দ্রুত খুঁজে বের করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা-হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরও)।

এইচআরওর এশিয়া পরিচালক ব্র্যাড এডামস বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষের বিরুদ্ধে অপহরণ ও গোপন স্থানে আটকে রেখে নির্যাতনের অভিযোগ থাকায় শফিকুল ইসলাম কাজলের ঘটনা গভীর উদ্বেগজনক।

তিনি বলেন, কাজলকে খুঁজে বের করা ও তাকে নিরাপদে ফিরিয়ে আনতে অবিলম্বে বাংলাদেশ সরকারের পদক্ষেপ নেয়া উচিৎ।

আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর গত সোমবার সংবাদিক কাজল, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করেন।

তার পরদিন থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না কাজলের।

কাজলের ছেলে মনোরম পলক জানিয়েছেন, মঙ্গলবার বেলা তিনটার দিকে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হওয়ার পর আর খোঁজ পাওয়া যায়নি তার বাবার। কাজলের দুটি মোবাইল ফোন নাম্বার বন্ধ বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে রাজধানীর চক বাজার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।  

পরিবারের আশঙ্কা, কাজলকে অপহরণ করা হয়েছে। তার নিরাপদে ফিরে আসায় কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন স্বজনেরা।

এইচআরওর পক্ষ থেকে বলা হয়, সরকারের উচিৎ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর নামে যাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে সেই সব ঘটনার তদন্ত করা।

‘ফেসবুকে কিছু শেয়ার করা নিয়ে বাংলাদেশিদের অপহরণের শঙ্কায় থাকা উচিৎ নয়,  বলেও জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।  

 

 

 

 

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

The meeting will be held tonight at 8:00pm at the State Guest House, Jamuna

2h ago