নতুন ২ করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত: স্বাস্থ্যমন্ত্রী
দেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন দুই রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ইতালি ও জার্মানি থেকে আসা দুই বাংলাদেশির দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এর আগে গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত তিন জন রোগী শনাক্তের ঘোষণা দিয়েছিল সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
আজ দুপুরেই দেশে আর কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগী নেই বলে জানিয়েছিল আইইডিসিআর।
Comments