কোভিড-১৯ মুক্ত ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যায়নি।
আজ রোববার হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
ট্রাম্পের প্রেস সচিব স্টেফানি গ্রিশাম ওই ফল প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ নিয়ে আলোচনা শেষে পরীক্ষার জন্য সম্মতি দেন ট্রাম্প।’
গতকাল ট্রাম্প সাংবাদিকদের বলেন, হোয়াইট হাউজের ব্রিফিংরুমে প্রবেশের আগে আমি শরীরের তাপমাত্রা মেপেছিলাম। আমার তাপমাত্রা স্বাভাবিক ছিল।
এর আগে ফ্লোরিডায় নিজস্ব রিসোর্টে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ও অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ওই বৈঠকের উপস্থিত থাকা তিনজনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। তারপর ট্রাম্পের করোনায় আক্রান্তের আশঙ্কা করা হচ্ছিল। সেই আশঙ্কা থেকেই গত শুক্রবার তার শরীরে করোনাভাইরাস আছে কিনা তা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ট্রাম্পের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।
গত শুক্রবার থেকেই যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একইসঙ্গে করোনাভাইরাসে প্রতিরোধে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দ করেছেন তিনি।
Comments