ঢাকা প্রিমিয়ার লিগ সরাসরি দেখুন অনলাইনে
বিশ্বব্যাপী করোনাভাইরাস নিয়ে বিরাজ করছে উদ্বেগময় পরিস্থিতি। যে কারণে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট গেছে স্থগিত বা বাতিল হয়ে। করোনার শঙ্কার মধ্যেই অবশ্য হয়েছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) মতো এই আসরও দেখা যাচ্ছে অনলাইনে। পিচভিশনের মাধ্যমে তিনটি ম্যাচই দর্শকদের দেখার জন্য উন্মুক্ত করে দিয়েছে বিসিবি।
আজ রোববার প্রতিযোগিতার উদ্বোধনী দিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও পারটেক্স স্পোর্টিং ক্লাব।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও প্রাইম দোলেশ্বর।
বিকেএসপির চার নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ ওল্ড ডিওএইচএস।
Comments