করোনা আক্রান্ত দেশ থেকে এলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

AK Abdul Momen
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

যারাই করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে আসবেন তাদের অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

রাজধানীতে বিআইআইএসএস এর অডিটোরিয়ামে আজ রোববার এক সেমিনার শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কিছু মানুষের জন্য আমরা দেশের সাড়ে ১৬ কোটি মানুষকে বিপদে ফেলতে পারি না।’

মন্ত্রী জানান, যেসব দেশে করোনাভাইরাস বেশি ছড়িয়েছে সেসব দেশের কোনো ফ্লাইট বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। আজ রাত ১২.০১ মিনিট থেকে এই নির্দেশ কার্যকর হবে।

তবে কতগুলো দেশের ফ্লাইট আসতে দেয়া হবে না সে বিষয়ে কিছু জানাননি।

মন্ত্রী বলেন, ‘আমরা অনুরোধ করেছিলাম যে যেই দেশে আছেন সেখানে কয়েকদিন থাকেন। অবস্থা ভালো হবে, তখন আপনারা চিন্তা করেন দেশে আসার জন্য। কিন্তু তারা সেটা শোনেননি। তাই আমরা বাধ্য হয়ে বিভিন্ন দেশের এয়ারলাইন্স বন্ধ করে দিয়েছি।’

আজ থেকে ভারতীয় নাগরিকরাও বাংলাদেশে আসতে পারবে না বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

আশকোনা হজ ক্যাম্পে গতকাল প্রবাসীদের বিক্ষুব্ধ আচরণের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘হজ ক্যাম্পে যাদের রাখা হয়েছে আমরা তাদের পর্যটন করপোরেশন থেকে খাবার দিয়েছিলাম, তারা পছন্দ করেননি। তারা মনে করেন সোনারগাঁ হোটেল থেকে, ফাইভ স্টার হোটেল থেকে তাদের খাবার দেয়া উচিত। আমরা সেটা দিতে পারিনি। সেজন্য তারা অসন্তুষ্ট হয়েছেন।’

‘প্রবাসী বাঙ্গালীরা দেশে আসলে নবাবজাদা হয়ে ওঠেন। তখন তারা ফাইভ স্টার হোটেল না হলে অপছন্দ করেন,’ বলে মন্তব্য করেন মন্ত্রী।  

তিনি বলেন, তাদের বুঝতে হবে এটা একটা বিশেষ অবস্থা।

 

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

8h ago