করোনায় আক্রান্ত আর্জেন্টাইন ফুটবলার
স্প্যানিশ লা লিগার দল ভ্যালেন্সিয়ার আর্জেন্টাইন ডিফেন্ডার এজেকিয়েল গ্যারায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই প্রথম স্পেনের শীর্ষ ফুটবল লিগের কোনো খেলোয়াড়ের শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ল।
আজ রোববার ভ্যালেন্সিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৩ বছর বয়সী গ্যারায়সহ ক্লাবটির মোট পাঁচ ফুটবলার ও স্টাফের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে।
বিবৃতিতে ক্লাবটি আরও বলেছে, আক্রান্ত খেলোয়াড় ও স্টাফদের সবাই সুস্থ আছেন। তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন এবং অন্যদের থেকে নিজেদের আলাদা করে রেখেছেন।
ভ্যালেন্সিয়া কর্তৃপক্ষ যোগ করেছে, ‘আমরা আত্মবিশ্বাসী যে সংহতি, দায়িত্ববোধ এবং দৃঢ় মনোবলের সাহায্যে আমরা এই মহামারিটিকে পরাজিত করব।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে গ্যারায় লিখেছেন, ‘আমি খুব ভালো আছি। আমাকে অবশ্যই স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে এবং আলাদা থাকতে হবে।’
কয়েক দিন আগে রিয়াল মাদ্রিদের এক বাস্কেটবল খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ হওয়ার পর ক্লাবটির সব অনুশীলন বাতিল করে দেওয়া হয় এবং সব খেলোয়াড়কে কোয়ারেন্টিনে রাখা হয়। এর প্রেক্ষিতে গেল বৃহস্পতিবার লা লিগার ম্যাচ পরবর্তী দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর স্পেনে করোনাভাইরাসের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। এরই মধ্যে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
Comments