করোনা পরীক্ষায় সরাসরি আইইডিসিআরে না যাওয়ার অনুরোধ
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নমুনা পরীক্ষা জন্য সরাসরি স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) এ না যাওয়ার অনুরোধ জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা। রোববার বিকালে ঢাকার মহাখালী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানান তিনি।
সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আপনার যদি এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে তবে প্রথমে আমাদেরকে ফোন করে জানান। এর পরের পদক্ষেপ আমরাই নেব। দয়া করে সরাসরি আইইডিসিআরে আসবেন না।’
হটলাইনে যোগাযোগ করার পর আইইডিসিআরের মেডিকেল টিম বাড়িতে এসে নমুনা সংগ্রহ করবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১০ জনকে আইসোলেশনে, চারজনকে হাসপাতালে কোয়ারেন্টিনে এবং ২ হাজার ৩১৪ জনকে বাড়িতে (হোম) কোয়ারেন্টিন করে রাখা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ২৩১ জনের নমুনা সংগ্রহ ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত তিন জন শনাক্ত হবার পর গতকাল আরও দুজন রোগী শনাক্ত হয়েছেন। এই দুজনই পুরুষ। তারা প্রায় দুই সপ্তাহ আগে ইতালি ও জার্মানি থেকে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক।
Comments