ঢাবিতে জরুরি বৈঠক
করোনাভাইরাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম বন্ধ হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ সোমবার সকাল ১০টায় বৈঠক শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের প্রধান ও হল প্রভোস্টরা এতে অংশ নিয়েছেন।
এর আগে, সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।
করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনও বিবৃতি দিয়েছে।
Comments